In the Name of Allah, The Most Gracious, Ever Merciful.

Love for All, Hatred for None.

Browse Ahmadiyya Bangla

Press Logo

সংবাদ বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব প্রধানের ডেনমার্কে আগমন

হযরত মির্যা মসরূর আহমদ (আই.) এর ৩য় ডেনমার্ক সফর শুরু

Denmark Arrival

আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব প্রধান, পঞ্চম খলিফা, হযরত মির্যা মসরূর আহমদ (আই.) গত ৪ মে ২০১৬ তারিখে লন্ডন থেকে এক সংক্ষিপ্ত ফ্লাইটে ডেনমার্কের কোপেনহেগেনে পৌঁছেছেন।

কোপেনহেগেন এয়ারপোর্ট পৌঁছার পর সম্মানিত হুযূরকে আহমদীয়া মুসলিম জামা’ত ডেনমার্কের আমীর জনাব মুহাম্মদ জাকারিয়া খান স্বাগত জানান। এরপর সম্মানিত হুযূরকে শোভাযাত্রা সহকারে নুসরাত জাহান মসজিদে নিয়ে যাওয়া হয় যেখানে শত শত নারী, পুরুষ ও শিশুরা তাঁকে স্বাগত জানান।

Denmark Arrival

এরপর সম্মানিত হুযূর যোহর ও আসরের নামাযের ইমামতি করেন এবং তারপর মসজিদ কমপ্লেক্স ঘুরে দেখেন যা সম্প্রতি সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে।

Denmark Arrival

সফর চলাকালে সম্মানিত হুযূর কোপেনহেগেনের নুসরাত জাহান মসজিদ থেকে তাঁর সাপ্তাহিক জুমু’আর খুতবা প্রদান করবেন এবং তাঁর আগমন উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন।

Denmark Arrival

সম্মানিত হুযুর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও অতিথিদের সাথে সাথে ডেনমার্কে বসবাসরত আহমদীদের সাথেও একান্ত সাক্ষাৎ করবেন।

ShareThis Copy and Paste