আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.) গত ৮ই জানুয়ারি, ২০২১ইং ইসলামাবাদের মসজিদে মুবারকে প্রদত্ত জুমুআর খুতবায় ওয়াক্ফে জাদীদের ৬৪তম বর্ষের ঘোষণা ও আর্থিক কুরবানীর গুরুত্ব তুলে ধরেন। (বিস্তারিত)
আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.) গত ১লা জানুয়ারী, ২০২১ইং ইসলামাবাদের মসজিদে মুবারকে প্রদত্ত জুমুআর খুতবায় পূর্বের ধারা অনুসরণে নিষ্ঠাবান বদরী সাহাবীদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। এ খুতবাতেও হুযূর হযরত আলী (রা.)’র স্মৃতিচারণ অব্যাহত রাখেন। খুতবার শেষদিকে হুযূর প্রথম দিন এবং প্রথম জুমুআ উপলক্ষ্যে দোয়ার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন এবং বিশ্ববাসীর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। (বিস্তারিত)
Copyright © 2021 Ahmadiyya Muslim Community. All rights reserved.